Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির হোটেলে নারী হেনস্থা

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের দিল্লির একটি পাঁচতারকা হোটেলের নির্বাহী এক নারীকে শাড়ি টেনে হেনস্থা করেছেন একই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা। দিল্লি এয়ারপোর্টের কাছের একটি হোটেলে এই ঘটনা ঘটে। ওই হোটেলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী ওই নারীকে বরখাস্ত করেছে হোটেল কর্তৃপক্ষ। যে নিরাপত্তা ব্যবস্থাপক ওই নারীকে হেনস্থা করেন, তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওই নারীর এক পদ ওপরে থাকা আরেক সহকর্মীকেও (যাঁকে ভিডিওতে ব্যবস্থাপকের কক্ষ থেকে চলে যেতে দেখা যায়) বরখাস্ত করা হয়েছে। ওই নারীর অভিযোগ, হোটেলের নিরাপত্তা ব্যবস্থাপক বাড়ি ফেরার পথে তাঁকে ধরে দু’বার গাড়িতে তোলার চেষ্টা করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অফিসে গেলে দায়িত্বরত ব্যবস্থাপক তাঁকে মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে বলেন। এরপর মানবসম্পদ বিভাগ ৪০ মিনিট অপেক্ষা করানোর পর তাঁর হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়। একই দিনে তাঁকে সিসিটিভি ফুটেজ পেতে সাহায্য করা এক সহকর্মীকেও বরখাস্ত করা হয়। ২৯ জুলাইয়ের এ ঘটনার বিষয়ে ওই নারী এনডিটিভিকে বলেন, ওই দিন ছিল আমার জন্মদিন। তিনি বলেন, ‘তিনি (নিরাপত্তা ব্যবস্থাপক) তাঁর কক্ষে আমাকে ডেকে নিলেন। এরপর পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে বললেন, আমার কোন উপহার দরকার। বস আমাকে বসতে বলেন। কিন্তু আমি বসতে না চাইলে তিনি আমাকে তাঁর দিকে টেনে নেন এবং আমার শাড়ি খুলে ফেলার চেষ্টা করেন। এ সময় তিনি অন্য সহকর্মীদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।’এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ