Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর পলিটেকনিকে অধ্যক্ষের অপসারণ দাবি শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. আব্দুলাহার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্ব্যবহার, স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ। গতকাল দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের ১ নম্বর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। বলা হয়, এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে তিনি যোগ্য নয়, তাই অপসারণ দাবি করছি। এ দাবিতে যশোর পলিটেকনিক ইন্সিটিটিউটের প্রায় ২ হাজার ছাত্রছাত্রীর স্বাক্ষর সম্বলিত আবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্তজা আহমেদ। তিনি অভিযোগ করেন- অধ্যক্ষ ড. আব্দুলাহ বিনা কারণে ছাত্রছাত্রীদের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অধ্যক্ষ বিশ্ব ব্যাংকের দেড় কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ না করে আটকে রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর পলিটেকনিকে অধ্যক্ষের অপসারণ দাবি শিক্ষার্থীদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ