Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিয়ে গেলেন বিটু চেয়ারম্যান!

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী উপজেলা সংবাদদাতা : সোনাগাজী উপজেলায় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভের মুখে পালিয়ে গেলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ সমর্থীত স্থানীয় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বিটু। সরজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের উন্নয়ন বাজেট আনার কথা বলে শিক্ষার্থীদের চেয়ারম্যান বিটু ইউপি নির্বাচনের আওয়ামীলীগের মনোয়ন পত্র সংগ্রহের জন্য সোনাগাজীতে নিয়ে যায়।ছাত্রদের অভিভাবকেরা জানান, সোনাগাজীতে ছাত্রদের দিয়ে বিটু মিছিল করানোর ফলে ভীড়ে অনেক ছাত্র আহত ও কয়েক জন অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে বিটু বিদ্যালয়ের আসার খবরে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ শুরু করে তাকে একাডেমিক ভবন অবরুদ্ধ করে রাখে। ছাত্রদের মারমুখি অবস্থানে বিটু বিদ্যালয়ের পিছনের ভাঙ্গা জানালা দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে রক্ষা পায়। তাকে না পেয়ে ছাত্ররা বিটুকে সহযোগিতা করার অপরাধে প্রধান শিক্ষক ইছহাকের উপর চড়াও হয়।খবর পেয়ে সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার সাহ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ শিক্ষক ইছহাক উদ্ধার করে।এ সময় পুলিশসহ ছাত্র ছাত্রী,অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে ভবিষ্যতে ছাত্রদের কোন রাজনৈতিক কর্মসুচিতে পাঠাবেনা বলে মুচলেকা দিয়ে তাৎক্ষনিক রক্ষা পায়।এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন জানান,অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমি প্রধান শিক্ষক কে নিষেধ করেছিলাম কিন্তু তিনি আমার কথা শোনেননি।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।ছাত্রদের তোপের মুখে পালিয়ে যাওয়ার ব্যাপারে চেয়ারম্যান বিটুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পালিয়ে গেলেন বিটু চেয়ারম্যান!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ