Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ক্রিকেট ফেরাতে নতুন পদক্ষেপ

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : নিজ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। আর এই ঘোষনা দিয়েই সদ্য সেদেশের ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে সবেছেন নাজাম শেঠি। কিন্তু এর প্রধাণ অন্তরায় দেশটির নিরাত্তা ব্যবস্থা। আর সেটি পর্যবেক্ষণ করতেই দেশটিতে তিন বছরের জন্য একটি নিরাপত্তা কোম্পানি নিয়োগ দিয়েছে ইন্টার‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন শেঠি, ‘দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হচ্ছে আন্তর্জাতিক একটি নিরাপত্তা কোম্পানি নিয়োগ। চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে নিরাপত্তা কোম্পানির লোকজন পাকিস্তান সফরে আসবে বলে আশা করা যাচ্ছে।’ শেঠির উদ্ধৃতি দিয়ে স্থানীয় পত্রিকা ডন জানায়, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এটা আইসিসির একটা পদক্ষেপ। তিন দেশ যুক্তরাজ্য, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রিক গঠিত এ কোম্পানিটির যথেষ্ট সুনাম রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্সের (ফিকা) একজন প্রতিনিধি ব্যক্তিগতভাবে লাহোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যাবেক্ষণের জন্য নিরাপত্তা কোম্পানিতে থাকবেন।’ সাবেক সাংবাদিক ৬৯ বছর বয়সী শেঠি বিস্তারিত জানিয়ে আরো বলেন, সফরটি হবে চারদিনের। দলগুলোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দানে পাকিস্তানের সক্ষমতার বিষয়টি খতিয়ে দেখবে এ কমিটি।
তিনি বলেন, ‘গত বছর পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ফাইনাল আয়োজনের আগে লাহোর সফরকালে বিভিন্ন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা যে সকল সুপারিশ করেছিলেন সে বিষয়ে নিশ্চিত হতে চার দিনের এ সফরে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করবে নিরাপত্তা কোম্পানির প্রতিনিধি দল।’ নিরাপত্তা দলটি প্রত্যেক বছর পাকিস্তান সফর করবে এবং প্রতিটি সফরের জন্য আইসিসি তাদেরকে চার লাখ ডলার দেবে বলেও জাানান পিসিবি প্রধান।
পিএসএল ফাইনাল চলাকালে গত বছর শ্রীলঙ্কার একটি প্রতিনিধি দলও লাহোর সফর করেছিল এবং শেঠির বিশ^াস, নিরাপত্তা বিষয়ে তাদের ইতিবাচক রিপার্টের কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে লাহোরে অন্তত একটি টি-২০ ম্যাচ খেলতে রাজি হয়েছে। নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত পেলে আগামী মাসে লাহোরে শ্রীলঙ্কা সর্বোচ্চ দুটি টি-২০ ম্যাচ খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।- বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ