Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে আসামির স্বীকারোক্তি

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সালথায় নিরোধ চন্দ্র শিকদার হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ হত্যা মামলায় ২ জন আসামি গ্রেফতার হয়েছে। আদালতে আসামি দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ২১ ফেব্রæয়ারি ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মোকন্দ শিকদারের ছেলে নিরোধ চন্দ্র শিকদার প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য ঘর থেকে বের হলে অজ্ঞাতনামা চোরেরা তাকে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে অপূর্ব কুমার শিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৭, তাং ২১/০২/১৬ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. জিল্লুর রহমান তদন্ত পূর্বক বৃহস্পতিবার রাতে বটরকান্দা গ্রামের হাকিম মোল্যার ছেলে আলেম মোল্যা (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর আলেম মোল্যা এ হত্যার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন।
মামলার উপ-পরিদর্শক এস আই জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে ফরিদপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ারের আদালতে গ্রেফতারকৃত আলেম মোল্যা এই হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেছেন। চুরির পথ সুগম করার জন্য নিরোধ শিকদারকে গলায় গামছা পেছিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করে বাড়ির পাশে পুকুর পাড়ে ফেলে রাখে। এরপর ঘরে ঢুকে নগদ টাকাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায় বলে আসামির জবানবন্দী থেকে বেরিয়ে এসেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, নিরোধ হত্যা মামলায় জড়িত আলেম মোল্যার জবানবন্দী মোতাবেক রামকান্তপুর গ্রামের মৃত লতিফ খানের ছেলে রাসেল খান (২৫)কে গ্রেফতার করে ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতে আসামির স্বীকারোক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ