Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে ব্যাংক খাতের ৯৭ শতাংশ কোম্পানির দরপতন

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাংকিং খাতের প্রায় ৯৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সা¤প্রতিক সময়ে ব্যাংকিং খাতের কোম্পনিগুলোর দর বৃদ্ধি অব্যাহত থাকায় মুনাফা সংগ্রহ করছেন বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় দরপতন হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৯ কোম্পানির শেয়ারের দর কমেছে। এমনকি টপটেন লুজার তালিকার ৫০ শতাংশ বা ৫ কোম্পানি ছিল ব্যাংকিং খাত। জানা গেছে, গতকাল সবচেয়ে বেশি দর কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। কোম্পানির শেয়ার দর কমেছে ২ দশমিক ৩০ টাকা। এরপরেই রয়েছে ইস্টার্ন ব্যাংক। এ ব্যাংকের দর কমেছে ২ টাকা। ব্যাংকটি টপটেন লুজারের চতুর্থ স্থানে অবস্থান করছে। তবে দরপতনের ভিড়ে শুধু রূপালী ব্যাংকের ১ দশমিক ৬০ টাকা শেয়ার দর বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে গতকালের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ২২ দশমিক ১২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে।
ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের তুলনায় কমলেও বেড়েছে সিএসইতে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৭৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৮৮ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৩২ কোটি ১২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ২৫ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৪ পয়েন্টে এবং ৩ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ইফাদ অটোমোবাইল, ইবনে সিনা, সলভো কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, সিএনএ টেক্সটাইল, যমুনা অয়েল, মার্কেন্টাইল ব্যাংক এবং সিটি ব্যাংক।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ২৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএসসিএক্স ৪০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১১ হাজার ২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৮ হাজার ১৯৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯১ দশমিক ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া, সিএনএ টেক্সটাইল, যমুনা অয়েল, বেক্সিমকো লিমিটেড, ফুরচুনা সু এবং উত্তরা ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ