Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের সিদ্ধান্তের প্রশংসায় ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করে বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন বলে তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া অগাস্টের মাঝামাঝি সময়ে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দ্বীপ গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার কথা জানানোর পর হঠাৎই সিদ্ধান্ত থেকে সরে আসে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন নেতা কিম জং উন। পরিকল্পনাটি তিনি পর্যবেক্ষণও করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হয় তা আরও কিছু সময় নিয়ে দেখার পরই তিনি সিদ্ধান্ত জানাবেন। কিমের এ সিদ্ধান্তে খুব খুশী হয়েই তার পদক্ষেপের ওই প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুবই বিচক্ষণ এবং অত্যন্ত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছেন। অন্যথায় তার সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনত আর তা মেনেও নেওয়া যেত না। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ