Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনিয়র শাটলারদের অনুশীলন শুরু

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : চলতি মাসের শেষে ভারতের পুনেতে যাবে বাংলাদেশ জুনিয়র ব্যাডমিন্টন দল। সেখানে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনেক্স-সানরাইজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুনিয়র গ্র্যান্ড প্রিক্স অনুর্ধ্ব-১৮ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বাংলাদেশ দলে হয়ে ছয় শাটলার (চার জন বালক ও দু’জন বালিকা) অংশ নেবেন এ আসরে। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প। কোচ এসএম জাহিদুল হক কচির অধীনে প্রস্তুত হচ্ছেন শাটলাররা। এই ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত। মাঝে ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত সামার র‌্যাংকিং টুর্নামেন্টেও অংশ নিবেন ক্যাম্পে থাকা খেলোয়াড়রা।
গত মাসে বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ২০ জন শাটলারের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ওঠে আসেন এই ছয়জন যুবা শাটলার। এরা হলেন- বালক বিভাগে ঢাকার জুমার, সিলেটের মঙ্গল ও হানিফ, চট্টগ্রামের সিবগাত এবং বালিকা বিভাগে খুলনার উর্মি ও পাবনার রেশমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ