মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নেপালে বন্যায় ১১৫ জনের প্রাণহানি হয়েছে। এখনো ৪০ জন নিখোঁজ। ফলে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা ভারী বর্ষণের কারণে গত পাঁচ দিন ধরে পানিবন্দি হয়ে রয়েছে নেপাল। রাপ্তি নদী উপচে পানি উঠে পড়েছে। আটকে পড়েছেন বিদেশি পর্যটকেরাও। দেশটির কর্তৃপক্ষ জানায়, ক্রমাগত বর্ষণের কারণে হিমালয়ের এই দেশটিতে ক্ষতিগ্রস্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। নেপালের দৈনিক কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকার ঘরহারা অধিকাংশ মানুষ এখন অস্থায়ী আশ্রয়ে মাথা গুঁজেছেন। গত তিন দিন ধরে তারা এই আশ্রয় শিবিরগুলোতে রয়েছেন। এর মধ্যে নেপালের প্রত্যন্ত এলাকাগুলোতে গত মঙ্গলবার পর্যন্ত ত্রাণ পৌঁছনো সম্ভব হয়নি। সরকারি হিসাবে, বন্যায়-ধসে এ পর্যন্ত ২,৮০০ বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। বন্যার পাশাপাশি ভূমিধসের কারণে কিছু কিছু অংশে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার বিরাটনগর-জগবনি সীমান্তের নো ম্যান›স ল্যান্ড থেকে ৭টি লাশ উদ্ধার করা হয়েছে। ফলে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। বন্যায় ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে নেপালের স্বারাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।