মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের পুলিশ মাদকবিরোধী এক অভিযানে একদিনের মধ্যে ৩২ জনকে হত্যা করেছে। একে দেশটির মাদকবিরোধী যুদ্ধে একদিনে সবচেয়ে বেশি লোকের হত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার রাজধানী ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে ২৪ ঘণ্টা ধরে এই অভিযান চলে বলে বিবিসি জানিয়েছে। পুলিশ বলছে, নিহতরা প্রত্যেকেই সন্দেহভাজন মাদক অপরাধী, ঘটনার সময় তারা সশস্ত্র ছিল এবং পুলিশকে বাধা দিয়েছিল। ২০১৬ সালে প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের শুরু করা বিতর্কিত মাদকবিরোধী যুদ্ধে এ পর্যন্ত হাজারের মতো লোক নিহত হয়েছে বলে জানিয়েছে। মাদক ব্যবসা নির্মূলে পরিচালিত এই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে বিশ্বজুড়েও তীব্র সমালোচনা আছে। দুতার্তের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাÐে অনুমোদন দেয়ারও অভিযোগ উঠেছে। আগের দিন মধ্যরাত থেকে শুরু করে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বুলাকানজুড়ে চলা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার এবং অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আন্তর্জাতিক মহলের সমালোচনা ছাড়াও এক রাতে এত বেশি মানুষের মৃত্যু এটাই প্রমাণ করে যে, দুতার্তের মাদকবিরোধী যুদ্ধ শেষ হওয়ার এখনো অনেক পথ বাকি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।