Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট সহস্রাধিক অস্ত্র জমা দিয়েছে ফার্ক বিদ্রোহীরা

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শান্তিচুক্তির অংশ হিসেবে কলম্বিয়ার বামপন্থি ফার্ক বিদ্রোহীরা ৮ হাজারের বেশি অস্ত্র এবং প্রায় ১৩ লাখ গুলি জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার লা গুজারিয়া প্রদেশের ফনসেকা এলাকার পরিত্যক্ত ঘাঁটি থেকে সর্বশেষ অস্ত্রের চালান সরিয়ে নেয়ার পর ফার্ক বিদ্রোহীদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ হয়েছে বলে জাতিসংঘের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। শান্তিচুক্তির পর অস্ত্র জমা এবং ফনসেকা থেকে সর্বশেষ অস্ত্রের চালান সরিয়ে নেওয়ার বিষয়টি তত্ত¡াবধান করে আসছিল জাতিসংঘ। চলতি বছরের শুরু থেকে যে দুই ডজনের বেশি ঘাঁটিতে ফার্ক বিদ্রোহীরা অবস্থান করছিল ফনসেকা ছিল তার একটি। সর্বশেষ চালান সরিয়ে নেওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কলম্বিয়ায় জাতিসংঘ মিশনের প্রধান জন আর্নল্ট বলেন, আজ পর্যন্ত আমাদের মিশন শেষ হল, বিভিন্ন কনটেইনারে জমা পড়েছে ৮ হাজার ১১২টি অস্ত্র; ধ্বংস হয়েছে ১৩ লাখ কার্তুজ। এর আগে জুনে জাতিসংঘ ফার্ক গেরিলাদের ব্যবহৃত ৭ হাজার ১৩২টি অস্ত্র জমা পড়ার কথা জানিয়েছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ