মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি চিকিৎসার জন্য ১শ’ দিন যাবত দেশের বাইরে রয়েছেন। দেশে তার অনুপস্থিতিকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে তার প্রতি হয় দেশে ফিরে আসতে না হয় পদত্যাগ করার আহŸান জানানো হয়েছে। বুহারি চিকিৎসার জন্য ৭ মে থেকে লন্ডনে অবস্থান করছেন। তবে তার অসুস্থতা সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। আফ্রিকার উত্তরাঞ্চলীয় এই মুসলিম প্রেসিডেন্ট দেশত্যাগের আগে তার হয়ে দেশ পরিচালনার জন্য ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজোকে নিযুক্ত করেন। ইয়েমি একজন দক্ষিণাঞ্চলীয় খ্রিস্টান। ৭৪ বছর বয়সী প্রেসিডেন্টের দীর্ঘদিন ধরে দেশে অনুপস্থিত থাকার প্রতিবাদে আবুজায় ৭ আগস্ট থেকে কয়েকটি সমাবেশ হয়েছে। গত মঙ্গলবার নাইজেরিয়ার সংগীত শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব চার্লেস ওপুতা একটি সমাবেশের নেতৃত্ব দেন। নগরীর উসে মার্কেটে এই সমাবেশে তার বেশ কয়েকজন ভক্ত যোগ দেয়। তিনি ‘চার্লি বয়’ হিসেবে পরিচিত। মার্কেটের ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। যারা এই হামলা চালিয়েছে তারা প্রেসিডেন্টের নিজ স¤প্রদায় হাউসা জনগোষ্ঠীর অর্ন্তভুক্ত। তারা সমাবেশকারীদের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং ধাওয়া করে মার্কেট থেকে বের করে দেয়। সমাবেশকারীরা অপুতার বিলাসবহুল বিএমডবিøউ গাড়ি রেখেই পালিয়ে যায়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।