Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচও মিরপুরে চায় অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দুই টেস্টের সিরিজ খেলতে আগামী শুক্রবার ঢাকা আসছে অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে ২২-২৩ আগস্ট ফতুল্লাতে একটি দুই দিনের অনুশীলন ম্যাচ খেলার কথা আছে দু’দলের। কিন্তু মাঠ বৃষ্টির কারণে খেলার উপযোগী না থাকায় সেখানে হচ্ছে না এই অনুশীলন ম্যাচ। ফতুল্লার বদলি হিসেবে অনুশীলন ম্যাচ কোথায় হবে তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের (সিএ) মধ্যে চলছে মতবিরোধ। অস্ট্রেলিয়া সিরিজের আগে মিরপুর স্টেডিয়াম নতুন করে সংস্কার করেছে বিসিবি। তবে অনুশীলন ম্যাচের জন্য ফতুল্লার বদলি হিসেবে সাভারের বিকেএসপিতে আয়োজনের পরিকল্পনা করে বাংলাদেশ। তবে বিকেএসপিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে এরপরেই আলোচনায় আসে সিলেট স্টেডিয়ামের। কিন্তু সেখানেও অনুশীলন ম্যাচ খেলতে নারাজ অস্ট্রেলিয়া। বিসিবির নির্ভরযোগ্য তথ্যমতে, অস্ট্রেলিয়া মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন ম্যাচ খেলতে চায়। কিন্তু মিরপুর হলো প্রথম টেস্ট ম্যাচ ভেন্যু। তাই সেখানে যে অনুশীলন ম্যাচ আয়োজন করা সম্ভব না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আকরাম খান, ‘অস্ট্রেলিয়া মিরপুরে অনুশীলন ম্যাচ খেলার কথা বলেছে। কিন্তু সেটা সম্ভব না কেননা আপনি তিন দিনে একটা টেস্টের উইকেট তৈরী করতে পারবেন না যেহেতু প্রথম টেস্ট শুরু ২৭ আগস্ট। সময়ের কারণে তারা বিকেএসপিতে যেতে রাজি নয় কিন্তু আমরা তাদের এক ঘন্টার মধ্যে পাঠানোর চেষ্টা করবো। তারা এখনো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নি। আমরা আরো বিকল্প হিসেবে সিলেট স্টেডিয়ামের কথা বলেছি।’
এদিকে বিসিবির আরেক কর্মকর্তা জালাল ইউনুস জানিয়েছেন, ফতুল্লাতে ম্যাচ আয়োজনের এখনো চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখনো ফতুল্লাতে ম্যাচ আয়োজনের জন্য তৈরী করতে চেষ্টা করে যাচ্ছি।’



 

Show all comments
  • ১৬ আগস্ট, ২০১৭, ৬:৪৭ এএম says : 0
    মনে হয় প্রস্তুতি ম্যাচ হবেই না।
    Total Reply(0) Reply
  • Mutasim Sumon ১৬ আগস্ট, ২০১৭, ৬:৪৮ এএম says : 0
    Hmmm
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ