Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছেন না ম্যাকগিল?

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজকে ঘিরে এখনো স্পিন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ম্যাকগিলকে আনার পরিকল্পনা থাকলেও সেটি আর হচ্ছে না! উপমহাদেশ থেকেই কোচ আনার নতুন পরিকল্পনা করছে বিসিবি। তবে এখনো স্টুয়ার্ট ম্যাকগিলের সাথে আলোচনা করে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী স্পিন কোচ নিয়ে বলেন, ‘ম্যাকগিল এখনো আমাদের প্রথম পছন্দ। আমরা তাঁর সাথে যোগাযোগ করে যাচ্ছি। তাঁর নিজস্ব সমস্যার কারণে সে তারিখ নিশ্চিত করতে পারছে না। তবে আমরা অস্ট্রেলিয়া সিরিজের আগে উপমহাদেশ থেকে স্পিন কোচ আনার পরিকল্পনা করছি।’
বিসিবির পছন্দের তালিকায় আছে ভারতের সুনীল জোসি, শ্রীধরন শ্রীরাম ও দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস। তবে শ্রীরামের সাথে কথা বেশিদূর এগোয় নি। কেননা তিনি অস্ট্রেলিয়া দলের সাথে একই দায়িত্বে আছেন। তবে যেই আসুক টাইগারসদের স্পিন বোলিং বস হিসাবে প্রাথমিক চুক্তিতে ২/৩ টা সিরিজে দায়িত্ব দেওয়া হবে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ