Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বিসিবির দ্বারস্থ ভলিভল

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ভলিবল দলের দায়িত্ব নিতে সোমবার ঢাকায় এসেছেন ইরানী কোচ আলীপুর আরজি। তারা সঙ্গে দু’বছরের চুক্তি করবে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। জানা গেছে, আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমস পর্যন্ত জাতীয় দলকে প্রশিক্ষণ দিবেন আলীপুর আরজি। দায়িত্বের মেয়াদে তার বেতন, ভাতা এবং ডেভেলপমেন্ট খাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে ভলিবল ফেডারেশন। গতকাল এ তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘জাতীয় দলের ইরানী কোচ ও ভলিবলের ডেভেলপমেন্ট খাতে সহযোগিতা চেয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র কাছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম চিঠি দিয়ে সহযোগিতা চেয়েছেন। পাপন সাহেবও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
এর আগে বিদেশী কোচ ও ডেভেলপমেন্ট খাতে বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। শুধু তাই নয়, তারা গেল বছর দু’টি আন্তর্জাতিক টুর্ণামেন্ট আয়োজনের জন্য ব্যাডমিন্টন ফেডারেশনকেও আর্থিক সহযোগিতা দেয়। ব্যাডমিন্ট ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে গত বছর সিনিয়র ও জুনিয়র দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে তাদেরকে বিশ লাখ টাকা দিয়েছিল বিসিবি। এবার তাদের কাছে সহযোগিতা চাইলো ভলিবল ফেডারেশন। গত ৮ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে লিখিত আবেদনের মাধ্যমে এই সহযোগিতা চান ভলিবল ফেডারেশনের সভাপতি। বিশ্বস্ত সূত্র জানায়, মাসে সাত হাজার ডলার করে এক বছরের জন্য আর্থিক সহযোগিতা দিতে বিসিবিকে অনুরোধ করেছেন তিনি।
হঠাৎ করেই যেন জেগে উঠেছে দেশের ভলিবল। দেশ-বিদেশে সাফল্য পেতে শুরু করেছে তারা। গত বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলারও যোগ্যতা পেয়েছে তারা। কিরগিজস্তানে অনুষ্ঠিত আসরে রানার্সআপ হয় বাংলাদেশ। এসএ গেমসে দু’আসর আগে বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের ব্রোঞ্জপদক জয়ের সাফল্য রয়েছে। তবে এবার ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে সেরা সাফল্য পেতে উদগ্রীব ভলিবল ফেডারেশন। যে লক্ষ্যে এখন থেকেই তারা জাতীয় দলকে নিয়ে কাজ শুরু করেছে। খুব শিঘ্রই ইরানী কোচ আরজির সঙ্গে দু’বছরের চুক্তিতে যাচ্ছে ফেডারেশন। এছাড়া আগামী জানুয়ারি-ফেব্রæয়ারিতে ঢাকায় উন্মুক্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে তাদের। কিছুদিনের মধ্যে বাংলাদেশ পুরুষ ভলিবল দল এশিয়ান গেমস কোয়ালিফাইং রাউন্ড ও এশিয়ান বিচ ভলিবল খেলতে যাবে। আর ভারতের বিভিন্ন প্রদেশের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে মহিলা দলের। অবস্থাদৃষ্টে বলা যায়, বর্তমানে গতিশীল রয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ