নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ‘চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া পদক’ জিতে নিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমির হোসেন বাহার। তিনি ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য। এছাড়াও শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনকে, সেরা স্পন্সর হিসেবে পিএইপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী এবং শ্রেষ্ঠ ক্রীড়া প্রশাসক হিসেবে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবীকে বিভাগীয় ক্রীড়া পদক দেয়া হয়। গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্রীড়ার তিনটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কারপ্রাপ্তদের হাতে সনদপত্র ও পদক তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।