Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভালবাসাতেই কাশ্মীর ইস্যুর সমাধান সম্ভব

দিল্লিতে ভারতের ৭০তম স্বাধীনতা দিবসের ভাষণে মোদি

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বুলেট বা অত্যাচারের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হবে না। শুধু কাশ্মীরের জনগণকে ভালোবেসে জড়িয়ে ধরার মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার দিল্লিতে দেশটির ৭০তম স্বাধীনতা দিবসের ভাষণে তিনি এমন মন্তব্য করেন। বর্তমান সরকার কাশ্মীরের ‘ভূস্বর্গ’ খেতাব ফিরিয়ে আনতে সচেষ্ট জানিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরকে এগিয়ে নিতে আমাদের কাজ করে যেতে হবে। জাতিগত বিভেদ ও সা¤প্রদায়িকতা আমাদের দেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। এই দেশ গৌতম বুদ্ধের ও মহাত্মা গান্ধীর। সন্ত্রাস আর সহিংসতায় ক্ষত বিক্ষত এই রাজ্যকে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং তার জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। কাশ্মীরের যুব সমাজ যেন হতাশাগ্রস্ত না হয়ে পড়ে তাই তাদের জন্য কিছু উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে যুব সমাজকে শিক্ষিত করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের সমাজের মূল ধারায় নিয়ে আনা, ব্যবসা ও চাকরির সুযোগ বৃদ্ধি করা। তিনি যুব সমাজকে রাষ্ট্রে সহিংসতা না করে মূলধারায় ফিরে আসার আহŸান জানিয়ে বলেন, ভারতের গণতন্ত্রকে মনের সব কথা বলার সব অধিকার আপনাদের আছে। খবরে বলা হয়, উত্তর প্রদেশে স¤প্রতি কয়েক ঘণ্টার মধ্যে ৬০ শিশুর মৃত্যু, বিভিন্ন রাজ্যের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, কালো টাকার বিরুদ্ধে সরকারের উদ্যোগ, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় স্বাধীনতা দিবসের ভাষণে মোদি উল্লেখ করলেও বেশি গুরুত্ব দিয়েছেন কাশ্মীর সমস্যার ওপর। এবার নিয়ে চতুর্থবারের মতো রেড ফোর্টে ভাষণ দিলেন মোদি। প্রায় ১ ঘণ্টার বক্তব্যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে কাশ্মীর ইস্যুতে বেশি মনোযোগী ছিলেন তিনি। বিচ্ছিন্নতাবাদ কখনো জাতির কল্যাণ করে না উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে আমরা সহিংসতা গ্রহণ করতে পারি না। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ