Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে অশুভ বর্ণবাদের নিন্দা জানালেন ট্রাম্প

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভার্জনিয়ার শার্লটসভিলে উগ্র ডানপন্থীদের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হওয়ার দুই দিন পর অবশেষে ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী সংঘর্ষের বিরুদ্ধে কথা বলেছেন। গত শনিবারের ওই সংঘর্ষের জন্য তিনি শ্বেতাঙ্গ বর্ণবাদীদের দায়ী করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। গত সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্ণবাদ অশুভ, যারা এর নামে সংঘর্ষ ঘটিয়েছে তারা অপরাধী এবং খুনি। কু ক্লাক্স ক্ল্যান, নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা আমেরিকানদের প্রিয় সবকিছুর বিরোধী বলেও মন্তব্য করেন ট্রাম্প। ওই সংঘর্ষের ঘটনার পর দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় শ্বেতাঙ্গ বর্ণবাদীদের স্পষ্ট সমালোচনা না করায় সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। দলের ভেতরেও তার অবস্থান প্রশ্নের মুখে পড়ে। এই কারণে ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মার্ক অ্যান্ড কো ইঙ্ক ফার্মার প্রধান নির্বাহী কেনেথ ফ্র্যাজিয়ার। ওইদিন শার্লটসভিলে কট্টর ডানপন্থি শ্বেতাঙ্গবাদীদের সমাবেশ প্রতিরোধকারীদের একটি জমায়েতের ওপর একটি গাড়ি উঠে গেলে হিদার হেয়ার নামে ৩২ বছর বয়সী এক নারী নিহত হন; আহত হন আরও অন্তত ১৯ প্রতিবাদকারী। এ ঘটনার জন্য গত সোমবার জেমস অ্যালেক্স ফিল্ডস নামে ২০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। খুন, প্রতিহিংসাপরায়ণতা থেকে জখম করা এবং হামলার পর দৌড়ে পালানোর তিনটি অভিযোগ আনা হয়েছে ফিল্ডসের বিরুদ্ধে। ফিল্ডস কারাগার থেকে ভিডিওযোগে জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়। অভিযুক্ত এ যুবক নাৎসিদের প্রতি সহানুভূতিশীল এমনটাই ভাবা হচ্ছে বলে জানিয়েছে। এ ঘটনায় নাগরিক অধিকার বিষয়ক একটি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর আগে অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে উগ্র শ্বেতাঙ্গ ও বর্ণবাদ বিরোধীদের মধ্যকার সংঘর্ষের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ায় ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন তিনটি বড় গ্রæপের প্রধান তিনজন নির্বাহী কর্মকর্তা। এ কোম্পানি তিনটি হলো ইন্টেল করপোরেশন, মেরক অ্যান্ড কো ইনকরপোরেশন এবং আন্ডার আর্মার ইনকরপোরেশন। ভার্জিনিয়ার শার্লোটভিলে সহিংসতার পর প্রথমে ট্রাম্প যে প্রতিক্রিয়া দেন তার জবাবে গত সোমবার ওই কাউন্সিল থেকে এ কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা ওই নির্বাহী কর্মকর্তারা হলেন ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রানিচ। মেরক অ্যান্ড কো ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কেনেথ ফ্রাজার। আন্ডার আর্মার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন প্লাঙ্ক।
বিবিসি, এনবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ