Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান-কাতার নৌরুট চালু

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের করাচি বন্দরের সাথে কাতারের হামাদ বন্দরের সরাসরি নতুন নৌরুট চালু করেছে উপসাগরীয় দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ গত সোমবার এ তথ্য জানিয়েছে। এটা দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়াবে। কাতার থেকে করাচি ৬দিনে এবং ফিরতি পথে ৮দিনে আমদানি ও রফতানিতে দ্রæত ও নিরাপদ করিডোরের ব্যবস্থা করবে। গত রোববার থেকে নতুন রুটটি চালু হয়। হামাদ বন্দরের পরিচালক ক্যাপ্টেন আবদুল আজিজ আল ইয়াফেই বলেন, নতুন শিপিং লাইনটি ক্রেতা, রফতানিকারক এবং আমদানিকারকদের আরো বেশি বিকল্পের ব্যবস্থা করবে। এই পথে সারা বিশ্ব থেকে গুরুত্বপূর্ণ সামগ্রী আমদানি করা যাবে। গত ৫ জুন থেকে কাতারের ওপর স্থল, বিমান ও সমুদ্রপথে অবরোধ আরোপ করে সউদী আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তারা সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ আনে কাতারের বিরুদ্ধে। তবে কাতার এই অভিযোগ অস্বীকার করেছে। কিউএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ