Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিডিও হেলমেট পেলেন স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পুলিশের গুলিবর্ষণের ক্ষেত্রে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে ভিডিও হেলমেট দেওয়া হয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তাদের। যুক্তরাজ্যের বৃহত্তম এই পুলিশ বাহিনী জানিয়েছে, লন্ডনড়–ড়ে তাদের তাদের সদস্যরা ভিডিও ক্যামেরা (বডি ওর্ন ভিডিও বা বিডবিøউভি) লাগানো হেলমেট পরিধান করবেন। তাদের বেসবল ক্যাপ এবং ব্যালিস্টিক হেলমেটে ক্যামেরা যুক্ত থাকবে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ম্যাট টুইস্ট বলেন, যেসব কর্মকর্তা দৃশ্যমান আগ্নেয়াস্ত্র বহন করেন তাদের দায়িত্বের অংশ হিসেবে শরীরে ভিডিও ক্যামেরা ব্যবহারের বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। কর্মকর্তারা আসলেই কি ধরনের হুমকির মুখোমুখি হচ্ছেন এটা সে সম্পর্কে সঠিক ও প্রামাণ্য তথ্যউপাত্ত হাজির করবে। সামনে-পেছনে ক্যামেরা থাকার ফলে আরও অধিক পরিমাণে স্বচ্ছতা নিশ্চিত হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ