মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রোহিঙ্গা শরণার্থীদের ভারত থেকে বিতাড়িত করার পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার মুখপাত্র ফারহান হক। গত সোমবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর খবর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আমরা শরণার্থীদের প্রতি আচরণ এবং তাদের অবস্থা সম্পর্কে চিন্তা করছি। উদ্বাস্তুরা নিবন্ধিত হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠালে নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা থাকে তবে তার বিরুদ্ধে পরামর্শ দিবে জাতিসংঘ। বর্তমান মহাসচিব এন্টোনিও গুতেরেস তার এই দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ছিলেন এবং শরণার্থীদের কল্যাণ নিয়ে স্বভাবতই নিয়ে গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। ফারহান হক বলেন, ইউএনএইচসিআর কার্যালয় এই বিষয় নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করবে। তিনি উদ্বাস্তুদের প্রত্যাহারের বিরুদ্ধে জাতিসংঘের একটি ঘোষণার কথা ভারতকে স্মরণ করিয়ে দিয়েছেন। উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘ কনভেনশনের একটি ডকট্রিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত নিশ্চয়ই শরণার্থী প্রত্যাহারের ব্যাপারে আমাদের নীতির ব্যাপারে অবহিত আছে। এই নীতি অনুসারে শরণার্থীকে এমন স্থানে ফিরে যেতে বাধ্য করা যাবে না যেখানে ব্যক্তির জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়ে। এর সংজ্ঞায় বলা হয় যে, জাতি, ধর্ম, জাতীয়তা, একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী বা রাজনৈতিক মতামতের সদস্যপদ নিয়ে হুমকির বিষয় এখানে বোঝানো হবে।। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।