পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে আহত ডিবি পশ্চিমের সহকারী কমিশনার রাহুল পাটোয়ারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
গতকাল সোমবার সকালে গুলিবিদ্ধ রাহুল পাটোয়ারীকে তিনি দেখতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং অন্য পুলিশ কর্মকর্তারা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক আহত রাহুল পাটোয়ারিকে দেখে বের হয়ে সাংবাদিকদের বলেন, রাহুল ভালো আছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরার চেষ্টা চলছে।
এছাড়া বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বঙ্গবন্ধুর খুনিরা যারা বিদেশে আছেন তাদেরকে ধরে আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, রাজধানীর জুরাইন ফায়ার সার্ভিস স্টেশনের পিছনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীর গুলিতে ডিবি পশ্চিমের সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী (৩৫) আহত হন। তার বুকের বাম পাশে গুলি লাগে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।