রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
পুঠিয়ায় চুরির মামলায় হামিদা বেগম (৪৫) নামের এক গৃহকর্মীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। সে উপজেলার জিউপাড়া উজালপুর গ্রামের মৃত আঃ খালেকের স্ত্রী। জানা গেছে, ঢাকা জেলার মডেল থানার চুরির মামলায় হামিদা ওয়ারেন্ট আসামী হওয়ায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে হামিদার বাড়ি থেকে পুঠিয়া থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে হামিদা জানায়, গত দুই বছর আগে ঢাকা জেলার মিরপুর এলাকার শামীমের বাড়িতে তিন হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ শুরু করে। গত বছরের মাঝামঝি সময়ে হামিদা মালিকের কাছ থেকে দশ হাজার টাকা ধার নেয়। সেই টাকা সময় মত দিতে না পারায় দুই মাসের বেতনের টাকা কেটে নেয় মালিকের স্ত্রী শিরিনা বেগম। বাকি টাকার জন্য মালিকের স্ত্রী মাঝে মধ্যেই রাবেয়ার সাথে খারাপ ব্যবহার করতো। এছাড়াও রাবেয়া বাড়ি আসতে চাইলে তাকে বাড়ি যাওয়ার অনুমিত দিতো না। এ কারণে চলতি বছরের প্রথমদিকে রাবেয়া পালিয়ে বাড়ি চলে আসে। রাবেয়া জানতো না যে সামান্য চার হাজার টাকার জন্য তাকে চুরি মামলার আসামী হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।