Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমারের নতুন অভিষেক

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার স্বপ্নীল অধ্যায় শেষ, নেইমার এখন শুধুই পিএসজির। পরশু রাতে প্যারিসের দলটির হয়ে অভিষেকও হয়ে গেল ব্রাজিলিয়ান তারকার। নিজেকে চেনাতে ভুল করেননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড, নিজে গোল করলেন, একটি করালেন সতীর্থ এডিনসন কাভানিকে দিয়ে। পিএসজি ক্লাব কর্তৃপক্ষও বুঝল, ২২২ মিলিয়ন ডলারের বিশাল রিলিজ ক্লজের বোঝা মিটিয়ে তাকে দলে নিয়ে কোন ভুল করেনি তারা। আরেক আত্মঘাতি গোলে গুইনগাম্পের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি পিএসজি জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। নিজেদের প্রথম ম্যাচেও জিতেছিল পিএসজি। একই রাতে ডিওনের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফেরে লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিলিয়ান এমবাপের মোনাকো। এমবাপে অবশ্য এদিন সাইডলাইনে বসে ছিলেন। রামাদেল ফ্যালকাও একাই করেন তিন গোল। তবে ওদিকে নয়, লিগ ওয়ানের সব নজর ছিল এদিন গেঁগেঁর মাঠে। যেখানে ম্যাচ শেষে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে নেইমার বলেন, ‘মানুষ মনে করে, বার্সেলোনা ছাড়ার পর আমি হয়তো হারিয়ে যাব, শেষ হয়ে যাব। কিন্তু তাদের ধারণা ভুল। আমি আগের চেয়ে অনেক বেশি সজীব, প্রানোচ্ছল।’ বিশ্বের সব প্রান্তেই যে ফুটবলের ভাষা এক একথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি কোথায় খেলছি এটা বড় বিষয় নয়, স্পেন বলুন কিংবা ফ্রান্সে, সবখানেই ফুটবলের ভাষা এক। শহর বদলায়, দেশ বদলায় কিন্তু ফুটবলের ভাষা একই থাকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ