Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ের আয়োজন করায় ৩ জনের জেল-জরিমানা

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস

বেনাপোলের শাখারীপোতা গ্রামে বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে শুক্রবার রাতে বর ও ঘটকের সাতদিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম। এ সময় কনের মায়ের এক হাজার টাকা জরিমানা করা হয়। দ-প্রাপ্তরা হলো- বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে ঘটক শাহাবুদ্দিন (২৮) ও ধান্যখোলা গ্রামের শাহাজান আলীর ছেলে বর লিটন বিশ্বাস (২৫)। পুলিশ জানায়, বেনাপোলের শাখারী পোতা গ্রামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: ছামাল পুলিশের সহযোগিতা নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয় হয়। গতকাল শনিবার আটককৃতদের যশোর কারাগারে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্যবিয়ের আয়োজন করায় ৩ জনের জেল-জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ