মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। একটি ড্রাগ রেসে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কারা ওই হত্যাকান্ডের পেছনে দায়ী বা কি কারণে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। কেনোসা কাউন্টি সেরিফ ডেভিড বেথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইসকনসিনের ইউনিয়ন গ্রোভের গ্রেট লেকে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। কয়েক হাজার মানুষ সেখানে ছিল। গোলাগুলির পর তাদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। গোলাগুলির ঘটনা তদন্ত করছে পুলিশ। তারা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখনো কাউকে আটক করা হয়নি। কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তাও পরিস্কার নয়। গোলাগুলির ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। গোলাগুলির সময় লোকজন একটি খাবারের দোকানের কাছে দাঁড়িয়ে ছিলেন। সে সময় এক বন্দুকধারী তাদের গুলি করেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।