Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বুরকিনা ফাসোয় নিহত ২০
ইনকিলাব ডেস্ক : বুরকিনা ফাসোর রেস্তোরাঁয় জিম্মিদশার অবসান ঘটেছে। গত রোববারের ওই ঘটনায় হামলাকারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় রাত নয়টার দিকে তিনজন বন্দুকধারী ওই রেস্তোরাঁর সামনে গুলি করতে শুরু করে। তাদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়। এরপর অনেক মানুষকে জিম্মি করে তারা। সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। তবে এখনও কোনও সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।
দেশটির যোগাযোগ মন্ত্রী রেমি দাজিনু বলেন, এটা অবশ্যই সন্ত্রাসী হামলা। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক বলে নিশ্চিত করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি এক নাগরিকও নিহত হয়েছে বলে শোনা যাচ্ছে। তিনি জানান, অভিযান শেষ হয়েছে। এখন আশপাশের বাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। গত বছর জানুয়ারিতে এর পাশেই এক ক্যাফেতে এমনই এক জঙ্গি হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন। জিম্মি করা হয়েছিলো ১৭০ জনকে। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায়ভার স্বীকার করে। সূত্র : ওয়োবসাইট।

জাপানে বিমান বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : জাপানের পশ্চিমাঞ্চলের পার্বত্য নারা জেলায় সোমবার হালকা একটি বিমান বিধ্বস্ত হয়। এতে দুজন আরোহী প্রাণ হারায়। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়। বিমানটি ফুকুশিমার উদ্দেশ্যে ওসাকার ইয়াউ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এতে পাইলটসহ দু’আরোহী ছিল। বিমানটির ফ্লাইট রুট সম্পর্কে জানে এমন একজন একথা জানায়। তিনি আরো জানান, অজ্ঞাত কারণে বিমানটি ওসাকায় ফিরে আসে। ভূমি, অবকাঠামো ও পরিবহণ বিষয়ক মন্ত্রণালয় জানায়, পাইলটের কল পাওয়ার আগ পর্যন্ত উড্ডয়নের পর থেকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানান, বিমানটি ইয়াউতো ফিরে যাচ্ছে। পরে নারা জেলার স্থানীয় পুলিশ ইয়ামাজু গ্রামে একটি হালকা বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। স্থানীয় অগ্নিনির্বাপক ও তদন্তকারী দল বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে। সূত্র : সিনহুয়া।

শিশু পান্ডার ভিডিও
ইনকিলাব ডেস্ক : টোকিওর ইউনো চিড়িয়াখানা সোমবার তুলতলে একটি শিশু পান্ডার ভিডিও প্রকাশ করেছে। পাঁচ বছরের মধ্যে চিড়িয়াখানাটিতে এই প্রথম কোন পান্ডা জন্ম নিয়েছে। দ্ইু মাস বয়সী পান্ডাটি ভালভাবেই বেড়ে উঠছে। ভিডিও ফুটেজে পান্ডাটিকে তার মা শিন শিনের সঙ্গে খেলা করতে দেখা গেছে। চিড়িয়াখানার পরিচালক ইয়ুতাকা ফুকুদা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শিশু পান্ডাটির শরীরে পশম বাড়ছে। ফলে এটি তুলতুলে হয়ে উঠছে।’ জাপানে জুন মাসে পান্ডাটির জন্ম নেয়ার পর মিডিয়া ও জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ