রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের ফরাজী বাড়িতে ওমান থেকে পাঠানো টাকার হিসাব না পেয়ে সদ্য ওমান ফেরৎ মায়া (২৭) নামের এক প্রবাসী নারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। জানা যায়, শায়েস্তা নগর গ্রামের ফরাজী বাড়ির নুরুল আমিনে মেয়ে মায়া বিগত দুই বছর আগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় একমাত্র কন্যা সন্তান মাইশা (৫)কে বোনের নিকট রেখে ওমানে নারী শ্রমিক হিসেবে কাজ করতে প্রবাসে যায়। এরপর সে কষ্টার্জিত টাকা তার বোন কামরুন নাহারের একাউন্টে দেশে পাঠায়। গত দুই মাস আগে সে দেশে ফেরত আসে এবং স্বামীর সংসারে যাবার পরিকল্পনা করে। তার পাঠানো টাকার হিসাব বোনের নিকট দাবী করলে বোন কামরুন নাহার বিভিন্ন টাল বাহানা শুরু করে। এই নিয়ে তাদের মধ্যে কয়েক দফা ঝগড়া-বিবাদ হয়। গত শুক্রবার সকালেও টাকা নিয়ে তাদরে মধ্যে কথা কাটাকাটি হয়। যার এক পর্যায়ে দুপুরে তাদের বসতঘরের পাশর্^বর্তী একটি গাছের সঙ্গে তার দেহ ঝুলতে দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।