রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছাগলনাইয়ায় এক পত্রিকার হকারের জায়গা মাটি ভরাট করে ও গাছ কেটে জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অলিমিয়া মুন্সি বাড়ীতে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত সৈয়দ আহাম্মদের পুত্র পত্রিকা হকার হারুন অর রশিদ গংদের পশ্চিম ছাগলনাইয়া মৌজার সিএস ৭৭, এসএ ১৪৮ ও ২৩৬১নং দাগের ৯ শতকের আন্দরে সাড়ে ৪ শতক পুকুর ও বসতবাড়ীর জায়গা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে। গত ৫ মার্চ একই বাড়ীর মৃত বেছু মিয়ার পুত্র জয়নাল আবদীন, আবদুল কাদের, মৃত সিদ্দিকুর রহমানের পুত্র ছালেহ আহাম্মদ ও ফয়েজ আহাম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই জায়গায় মাটি ভরাট ও গাছ কেটে জবর-দখল করার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে জয়নাল আবদীন ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে হারুন অর রশিদ (৪৫), তার স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও তার ভাই আবু বক্করসহ (৫৫) তিন জনকে আহত করে। আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জমি জবর-দখল চেষ্টার অভিযোগে হারুন অর রশিদের ভাই নুরুল করিম বাদী হয়ে গত ১০ মার্চ ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জয়নাল আবদীনসহ ৪ জনকে আসামী করে একটি পিটিশন মামলা দায়ের করেন। অপরদিকে হামলা ও মারধরের অভিযোগে গত ৮ মার্চ হারুন অর রশিদের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার পুনরায় ওই জায়গায় মাটি ভরাট করে জবর-দখল করে নেয় বলে হারুন অর রশিদ অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।