Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হকির নির্বাচন-- মনোনয়নপত্র কিনলেন প্রার্থীরা

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) নির্বাচনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেন উৎসবমুখর হয়ে উঠছে দেশের হকি অঙ্গন। গতকাল ছিলো নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। উৎসবমুখর পরিবেশেই শেষ দিনে মনোনয়নপত্র কিনলেন প্রার্থীরা। দিনভর একে একে মনোনয়নপত্র কিনেতে আসেন তারা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব মিলিয়ে ১১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে কাল। সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থী খাজা রহমতউল্লাহ ও আব্দুর রশিদ শিকদারের দু’প্যানেল থেকে ৪০টিরও বেশি করে মনোনয়নপত্র কেনা হয়েছে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী দু’টি করে মনোনয়নপত্র কিনেছেন। এছাড়াও অনেকেই একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানা যায়। বাহফের এবাারের নির্বাচনে অনলাইনেও মনোনয়নপত্র কেনার ব্যবস্থা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সর্বশেষ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস সাদেক ও কোচ আলমগীর অনলাইনে মনোনয়ন কিনেছেন। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য দু’হাজার টাকা করে। ১৬ আগষ্ট মনোনয়নপত্র জমা দেয়ার দিন। মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে গতকাল দুই সাধারণ সম্পাদক প্রার্থী ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। রহমতউল্লাহ এখনও হকির স্বার্থে সমঝোতার প্যানেলের চেষ্টা করছেন। অন্যদিকে রশিদ শিকদার সাধারণ সম্পাদক পদে রহমতউল্লাহকে ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে প্যানেল করতে পারেনি। যদিও আগামী পরশু (বুধবার) নিজের প্যানেল ঘোষণা দেয়ার কথা বলেছেন খাজা রহমতউল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ