Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফ শিরোপা ধরে রাখতে চায় কিশোররা

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দু’বছর আগে সিলেটে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে উৎসবে মেতেছিলো বাংলাদেশের কিশোর ফুটবলাররা। সেই উৎসবে আবারও মাততে চায় তারা। দেশের মাটি ছাড়িয়ে এবার নেপালে এ টুর্নামেন্টে সেরা হয়ে শিরোপা ধরে রাখতে চায় লাল-সবুজরা। আসরে অংশ নিতে বুধবার নেপাল যাচ্ছে বাংলাদেশ কিশোর ফুটবল দল। যাত্রার প্রাক্কালে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল অপারেশন ডিরেক্টর বায়েজিদ জোবায়ের নিপু জানান, বাংলাদেশের প্রধান লক্ষ্য শিরোপা জেতা। আর এ জন্য নাকি প্রস্তুত বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা। এ সময় বাফুফের নির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ এবং অধিনায়ক জিহাদ হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে সারাদেশ থেকে প্রায় পঁচিশ হাজার কিশোর ফুটবলার বাছাই করা হয়। এখান থেকে পর্যায়ক্রমে বাছাই করা ৬০ জনকে। এদের সঙ্গে ক্যাম্পে রাখা হয় পাইওনিয়ার লিগ থেকে বাছাইকৃত বেশ কিছু ফুটবলার। সর্বশেষ এই তালিকা ছেটে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের জন্য চুড়ান্তভাবে বাছাই করা হয় ৩০ জনকে। তবে দলের সঙ্গে নেপাল যাচ্ছেন ২৩ ফুটবলার। এই দলে বিকেএসপির ১১ জন, যশোরের শামসুল হুদা একাডেমির তিনজন, সিরাজগঞ্জের দু’জন এবং নারায়ণগঞ্জ, নোয়াখালী, ঢাকা, হবিগঞ্জ, রংপুর, বরিশাল ও সিলেটের একজন করে রয়েছেন। এছাড়া কোচ ও কর্মকর্তাসহ বাংলাদেশ দলের সঙ্গে আরও সাতজন নেপাল যাচ্ছেন।
দল নিয়ে বেশ আশাবাদি কোচ মোস্তফা জাহাঙ্গীর। তিনি বলেন, ‘১৩ জুলাই খুলনায় এই দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছিল। লক্ষ্য ছিল শিরোপা ধরে রাখা। সে লক্ষ্যে দীর্ঘ অনুশীলন করেছি আমরা। বিকেএসপিতে সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে খেলেছি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এছাড়া স্থানীয় ক’টি দলের সঙ্গেও ম্যাচ খেলেছে ছেলেরা। আশাকরি শিরোপা ধরে রাখতে নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দেবে ফুটবলাররা।’ অধিনায়ক জিহাদ হোসেন বলেন, ‘চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চাই আমরা। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। লক্ষ্যপূরণে নেপালে নিজেদের সেরাটাই ঢেলে দেব ইনশাল্লাহ।’
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রæপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান ও শ্রীলংকা। ‘বি’ গ্রæপে আছে ভারত, নেপাল ও মালদ্বীপ। আগামী শুক্রবার উদ্বোধনী দিনে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর এবং ২২ আগষ্ট ভুটানের বিপক্ষে গ্রæপের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের কিশোররা। ২৫ আগষ্ট সেমিফাইনাল এবং ২৭ আগষ্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো খেলাই নেপালের আনফা কমপ্লেক্স এবং হলচক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ