নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফাইনালে ফেদেরার
স্পোর্টস ডেস্ক : জয়ের ধারা অব্যহত রেখে কানাডার মন্ট্রিলে চলমান রজার্স কাপের ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। সেমিফাইনালে মাত্র ৭৫ মিনিটের লড়াইয়ে ৩৬ বছর বয়সী ফেদেরার নেদারল্যান্ডের রবিন হাসেকে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন। এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকলেন পরকর্ড ১৯ গ্র্যান্ড ¯ø্যামের মালিক। গত পাঁচ বছরে এত দীর্ঘ সময় তিনি অপরাজিত থাকেননি।
এ প্রসঙ্গে ফেদেরার বলেন, ‘ফাইনালে ফিরে আসতে পেরে আমি দারুন খুশী। সত্যি কথা বলতে কি খুব একটা অনুশীলন করতে পারিনি, সেজন্য আমি কিছুটা বিস্মিত।’ ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ জার্মান চতুর্থ বাছাই আলেক্সান্ডার জেভরেভ। আরেক সেমিফাইনালে জেভরেভ ১৮ বছর বয়সী কানাডিয়ান ডেনিস শাপোভালোভকে ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় গত রাতেই হয়ে গেছে ফাইনালের লড়াইটাও।
আজকের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
ফরাশগঞ্জ-মোহামেডান, সন্ধ্যা ৬টা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
টিভিতে দেখুন
শ্রীলঙ্কা-ভারত, ৩য় টেস্ট (৩য় দিন)
সরাসরি : সনি সিক্স/সনি টেন ৩, সকাল সাড়ে ১০টা
ক্যারাবীয়ান প্রিমিয়ার লিগ
ত্রিনবাগো-সেন্ট কিটস
সরাসরি : সনি ইএসপিএন, আগামীকাল সকাল ৬টা
টেনিস : সিনসিনেতি ওপেন
সরাসরি : সনি ইএসপিএন, রাত ৯টা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।