নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রাশিয়ান অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মস্কো দেশটিতে একটি ‘স্বাধীন এন্টি ডোপিং ল্যাব’ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। গতকাল প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ১০ আগস্ট এ নির্দেশে স্বাক্ষর করেন। পূর্বে গঠিত আরইউএসএডিএকে (রাশিয়া এন্টি ডোপিং এজেন্সি) ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষণার পর দেশটির ক্রীড়াবিদদের ভবিষ্যত চিন্তা করে নতুন এ নির্দেশ দেন। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুনভাবে প্রতিষ্ঠিত এ ল্যাব হবে সম্পূর্ণ স্বাধীন। যা মস্কো স্টেট ইউনিভার্সিটির অধীনে থাকবে।
রাশিয়ায় সরকারী সহযোগিতায় এন্টি ডোপিং এজেন্সির রিপোর্ট ধ্বংস করা হয়েছে বলে গত বছর ব্যাপকভাবে আলোচিত হয়। যে কারণে দেশটির অ্যাথলেটরা গত গ্রীষ্মে রিও অলিম্পিক ও লন্ডনে চলমান ২০১৭ বিশ^ অ্যাথলেটিকসে অংশ নিতে পারছেন না। লন্ডনে চলমান চ্যাম্পিয়নশীপে রাশিয়ার কিছু অ্যাথলেটকে আইএএএফ নিরপক্ষে হিসেবে অংশ নেয়ার অনুমতি দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।