Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সেলোনায় পলিনহো

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট-জার্মেইর কাছে নেইমার চলে যাওয়ার পর হন্যে হয়ে যোগ্য খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছে বার্সেলোনা। এজন্য আরেক ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহোর কাতালান শিবিরে যোগ দেওয়া নিয়ে তার ক্লাব লিভাপুলের সাথে বার্সার টানাটানিও জমে উঠেছে বেশ। এরই মধ্যে জানা গেল, আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনহোর সাথে চুক্তি করতে যাচ্ছে বার্সা।
স্প্যানিশ গণমাধ্যমের দাবি ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চাইনিজ দল গুয়াংজু এভারগ্রান্ডে থেকে ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে যাচ্ছে কাতালান দলটি। কাতালান রেডিও স্টেশন রাক ওয়ানও পলিনহোর ঘনিষ্ট এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এ ব্যপারে বার্সেলোনা বেশ খানিকটা এগিয়ে গেছে। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক মুনডো দিপোর্তিভো জানিয়েছে, আজই পলিনহোকে নিজেদের খেলোয়াড় হিসেবে প্রকাশ করতে পারে কাতালান জায়ান্টরা।
নেইমারের পরিবর্তে প্রকৃত অর্থেই সেই মানের কোন খেলোয়াড় এখনো নিতে পারেনি বার্সেলোনা। কুতিনহোর পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ড থেকে ওসমানে ডেমবেলেকেও এখন পর্যন্ত দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে বার্সা।
২০১৫ সালে গুয়াংজুতে যাবার আগে টটেনহ্যাম হটস্পারের হয়ে ইউরোপে দুই বছরের মেয়াদে পলিনহো নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। তবে এক বছর আগে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তিতে নিয়োগ পাবার পর থেকে পলিনহো নিয়মিত ভাবে মূল দলে সুযোগ পাচ্ছেন। মার্চে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ৪-১ গোলের জয়ে তিনি হ্যাটট্রিক করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ