মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়া একে অপরের বিরুদ্ধে কার্যত মৌখিক যুদ্ধ ঘোষণা করেছে। দুদেশের এমন পরিস্থিতিতে চীনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। এমনি এক নাজুক পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে সংযত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিংয়ের বরাত দিয়ে চীনের সরকারি সংবাদ সংস্থা সূত্রের খবরে জানানো হয়েছে, কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের অবিলম্বে উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করা উচিত। কোরীয় সমস্যার সমাধানে আমেরিকার সঙ্গে আলোচনা করতে সব সময়ই রাজি বেইজিং। পরবর্তীতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এসব বিষয়ে কথা বলেছেন শি জিনপিং। কিম জং উনকেও সংযত থাকার অনুরোধ করেছেন তিনি। এ ধরনের সমস্যার সমাধানে কূটনৈতিক আলাপের বিকল্প নেই। অবিলম্বে দুদেশের নেতারা যাতে আলোচনায় বসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছেন শি জিনপিং। ট্রাম্পের সঙ্গে একই বিষয়ে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েন ম্যাক্রোঁ। এ বছরের শেষেই ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি হোয়াইট হাউস। খবরে বলা হয়, উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তি হিসেবে স¤প্রতি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির বিষয়ে সম্মতি দিয়েছে জাতিসংঘ। ওই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই নতুন করে দুদেশের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। দেশটির তরফ থেকে নতুন এক ঘোষণায় বলা হয়েছে, আগস্টের মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে হামলার পরিকল্পনা করছে তারা। ওই এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মেট্টিস সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষ সর্বনাশা হবে। গত মাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তারপর থেকেই উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। কিমের এমন হুমকির পর পাল্টা হুমকি দিয়েছেন ট্রাম্পও। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করলে উ. কোরিয়াকে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।