Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ শতাংশ মানুষ বাঁহাতি

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাধারণভাবে ডানহাতে কাজ করাটাই প্রচলিত। একজন বাঁহাতি মানুষকে সমাজে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। বাঁহাতি মানুষদের জীবনকে আরো সহজ ও স্বাভাবিক ভাবে উপস্থাপন করতেই ইউরোপে কয়েক দশক আগে থেকে শুরু হয় বাঁহাতি দিবস উদযাপন। বিশ্বের নামকরা ও খ্যাতনামা ব্যক্তিদের অনেকেই বাঁহাতি। জুলিয়া রবার্টস, এঞ্জেলিনা জোলি, বারাক ওবামা, জর্জ বুশ, পেলে, ম্যারাডোনা আরো অনেকে। নামকরা এ মানুষগুলোর সবার একটা ব্যাপারে রয়েছে দারুণ মিল। এরা সবাই বাঁহাতি। তবে বাংলাদেশে বাঁহাতিদের খুব সহজভাবে নেয়া হয় না। এরকম একজন ঢাকার বাসিন্দা জানান, বাঁহাতি হবার জন্য তাকে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে। তিনি বলেন, যখন হাত দিয়ে খেতে শুরু করি তখন প্রথম বিষয়টাতে গুরুত্ব দেয়া হয়েছিল। আমি দুহাতে খেতাম। আমাকে ডানহাতে খাওয়ার জন্য চাপ দেয়া হতো। লেখা শুরু করার পরও ডানহাতে লেখার জন্য চাপ দেয়া হতো। ছোটবেলায় এমনকি একটা সময়ে আমার বাঁহাত কিছুদিন বেঁধেও রাখা হয়েছিল। মানুষ কেন বাঁহাতি হয় সেটি এখনো পরিষ্কার নয়। তবে বিশ্বের দশ শতাংশ মানুষ বাঁহাতি। বিভিন্ন সংস্কৃতিতে তাদের নিয়ে নানা ধরনের সংস্কার রয়েছে। বাঁহাতিদের জোর করে ডানহাতি বানানোর চেষ্টাও করা হয়। তবে অনেকের ক্ষেত্রে এটি উত্তরাধিকার সূত্রেও হয়ে থাকে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ