মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ণবয়সী নাগরিকদের মধ্যে মাদকাসক্তি গত এক দশকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। চিকিৎসকের দৃষ্টিতে দেশটির ১২ শতাংশ অর্থাৎ প্রতি ৮ জনে একজন মাদকাসক্তিতে ভুগছেন। একটি সমীক্ষায় এ সব তথ্য ওঠে এসেছে এবং এ সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মার্কিন চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী জেএএমএ সাইকিয়াট্রিতে। এতে আরো বলা হয়েছে, মায়ের মাদকাসক্তির কারণে গর্ভস্থ সন্তান এফএএফডি নামের মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়াসহ মাদকাসক্তদের মধ্যে উচ্চরক্ত চাপ, হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এবং মারাত্মক ভাবে আহত হওয়ার প্রকোপ ব্যাপক ভাবে দেখা যায়। যুক্করাষ্ট্রের মানুষের মধ্যে মদ পান বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এ সমীক্ষায় কিছু বলা হয়নি। এদিকে, মাদকাসক্তি জনিত রোগে দেশটিতে প্রতিবছর ৮৮ হাজার মানুষ মারা যায়। পৃথক ভাবে এ হিসাব দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিএসডি। এপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।