Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক রোবট মোতায়েনের সিদ্ধান্ত

কাশ্মিরে গোলাগুলিতে দুই ভারতীয় সৈন্য নিহত, লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সৈন্য নিহত ও ক্যাপ্টেনসহ আরো তিন সৈন্য আহত হয়েছেন। গত শনিবার রাজ্যটির শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে। গোলাগুলির পর ঘটনাস্থলে এক ব্যক্তির লাশও পাওয়া যায় বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী শোপিয়ানের জায়িনপোরা এলাকার আভনিরা গ্রামে স্বাধীনতাকামীদের অবস্থানের খবর পেয়ে স্থানটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা সদস্যরা তল্লাশি পরিচালনাকালে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে সেনা সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলিতে পাঁচ সৈন্য আহত হন, পরে তাদের সেনা হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই সৈন্য মারা যান বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। অপর এক খবরে বলা হয়, সশস্ত্র হামলা মোকাবেলার কথা বলে জম্মু-কাশ্মিরে এবার সামরিক রোবট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সেনাবাহিনীর তরফ থেকে কাশ্মিরের জন্য চাওয়া ৫৪৪টি রোবটের অনুমোদন দেয়া হয়েছে। সেনাবাহিনীর প্রস্তাবে বলা হয়েছে, রোবট সেনা জওয়ানদের মতো নিরাপত্তা নজরদারি এবং অভিযানের কাজ করবে। সশস্ত্র জঙ্গি হামলা, কিংবা পাথর নিক্ষেপে সেনাদের হতাহত হতে হয় বলে পাল্টা ব্যবস্থা হিসেবে রোবটের কথা চিন্তা করা হয়েছে। আফজাল গুরুর ফাঁসি ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্ক শীর্ষক নিবন্ধে বিশ্বখ্যাত বুদ্ধিজীবী অরুন্ধতী রায় কাশ্মির সম্পর্কে সেই ২০১৩ সালে বলেছিলেন, আবু গারিবের আদলে এখানকার আর্মি ক্যাম্প ও টর্চার কেন্দ্রগুলোই কাশ্মিরিদের জন্য ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের বার্তাবাহক। আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবিতে সংগ্রামরত কাশ্মিরিদের জঙ্গি আখ্যা দিয়ে এখন পর্যন্ত ৬৮ হাজার মুক্তিকামীকে হত্যা করা হয়েছে এবং ১০ হাজারকে গুম করা হয়েছে। নির্যাতিত হয়েছে আরও অন্তত এক লাখ লোক। এখন সেনাবাহিনীর কর্মকর্তা বলছেন, যেভাবে জম্মু-কাশ্মিরের পরিস্থিতি চলছে তা ঠিক নয়। ওই সমস্যা মোকাবিলা করার জন্য নিরাপত্তা বাহিনী ছাড়াও রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে যারা জঙ্গিদের মুখোমুখি হচ্ছে। এরকম অবস্থায় রোবট রাষ্ট্রীয় রাইফেলসের খুব সহায়ক হবে। ৮ মাস ধরে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিওর (ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন) তত্ত¡াবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট উন্নয়ন কেন্দ্র-সিআইআইআর (সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এন্ড রোবটিকস) ভারতীয় সেনাবাহিনীর জন্য রোবট তৈরীর ওই প্রকল্প বাস্তবায়ন করছে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ