Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

‘এ’র বদলে ইংল্যান্ডে এইচপি দল

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘদিন ধরে ম্যাচবিহীন অবস্থায় রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটাররা পাচ্ছেন না দেশের বাইরের দলগুলোর বিপক্ষে খেলার কোনো সুযোগ। অন্যদিকে ঠিক উল্টো চিত্র হাই পারফরমেন্স ইউনিট বা এইচপি দলের দিকে। জাতীয় দলের চেয়েও বেশি ব্যস্ত হয়ে পড়েছে এইচপি দল, বোর্ডের মনোযোগটাও তাদের দিকে বেশি। খোঁজ নিয়ে দেখা যায়। বাংলাদেশ ‘এ’ দল সর্বশেষ ম্যাচ খেলেছিল ২ বছর আগে। ২০১৫ সালে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ‘এ’ দল। এর পর থেকেই ম্যাচবিহীন তারা।
যদিও চলতি বছরের শেষদিকে আয়ারল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আলাপ চলছিল জিম্বাবুয়ের সাথেও, তবে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় হয়নি জিম্বাবুয়ে ‘এ’ দলের। আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়ের সাথে আমাদের কথা হচ্ছিল, কিন্তু সেসময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার ব্যাপারে কথা বলে রেখেছে তারা। তারা পরবর্তীতে সফরের জন্য তারিখ প্রস্তাব করেছে। কিন্তু জিম্বাবুয়ের প্রস্তাবিত সময়ে আমাদের দলের খেলা রয়েছে অন্য দলের সাথে। তাই এখন আমরা আয়ারল্যান্ড ‘এ’ দলকে সফরে আনার কথা ভাবছি। সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে তা চলতি বছরের শেষদিকে হওয়ারই কথা।’
এদিকে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাচ্ছে এইচপি দল। সফরে কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় সারির কয়েকটি দলের সাথে খেলবে তরুণ ক্রিকেটাররা। এর আগে স¤প্রতি অস্ট্রেলিয়া সফরেও গিয়েছিল দলটি। এ বিষয়ে আকরাম বলেন, ‘আসলে এইচপি দলে যারা খেলছে তাদের অনেকেই ‘এ’ দলের ক্রিকেটার। আমরা যৌথ দলের ভিত্তিতে এটা (এইচপি দল) পরিচালনা করছি। গত মাসে এইচপি দল অস্ট্রেলিয়া সফর করেছিল, আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ