Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ বলে ৬ উইকেট!

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মত আসরে ৬ বলে ৬ ছক্কা আছে, আছে ৬ বলে ৬ চারের অতীতও। তবে ইতিহাস ঘেঁটে কোন সংস্করণের ক্রিকেটে ওভারের প্রতি বলে উইকেটের খোঁজ কি মিলবে! এতদিন না পাওয়া গেলেও এবার থেকে ঠিকই পেয়ে যাবেন উইকিপিডিয়া ঘাঁটলে। এমনই এক কীর্তি গড়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছেন ১৩ বছরের এক স্কুলবালক লুকে রবিনসন! ইংল্যান্ডের এই স্কুল ক্রিকেটার ৬ বলে ৬ ব্যাটসম্যানে প্রত্যেককে শিকারে পরিণত করেছেন পরিষ্কার বোল্ড করে!
ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের শহর হাউটন-লি-স্প্রিংয়ের কাছাকাছি জায়গায় ফিল্যাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে অবিশ্বাস্য এই কীর্তি গড়েছে রবিনসন। এক একটি বল ফেলেছে উইকেটে, আর উৎসব করেছে উইকেট পাওয়ার। প্রথম দুই ওভারে উইকেটশূন্য থাকা ১৩ বছর বয়সী এই খুদে ক্রিকেটার নিজের তৃতীয় ওভারের প্রত্যেকটি বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করে উড়িয়ে দিয়েছে উইকেট।
লুকের অবিশ্বাস্য কীর্তি মাঠে গিয়ে দেখেছে তার পরিবার। শুধু দেখা নয়, পরিবারের প্রত্যেকেই জড়িত ছিলেন এই ম্যাচের সঙ্গে। সবচেয়ে কাছ থেকে দেখেছেন তার বাবা স্টিফেন রবিনসন। ছেলে যখন একের পর এক উইকেট পাচ্ছিল, তখন তিনিই তো ছিলেন আম্পায়ারের ভূমিকায়। ওদিকে লুকের মা হেলেন ব্যস্ত ছিলেন ছেলের কীর্তি লেখতে, স্কোরের দায়্ত্বিটা ছিল যে তার হাতেই। লুকের ছোট ভাই ম্যাথু আবার ছিল ফিল্ডিংয়ে ব্যস্ত। দাদা গেøন অবশ্য বাউন্ডারির ওপারে বসে সাক্ষী হয়েছেন নাতির অবিশ্বাস্য এই কীর্তির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ