Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি

বাণিজ্যিক স্যাটেলাইটে পাওয়া উত্তর কোরিয়ার কিছু ছবি দেখে এমন আশঙ্কা

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উপগ্রহ থেকে প্রাপ্ত সা¤প্রতিক ছবিতে দেখা যাচ্ছে যে, উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ যোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ জোসেফ বারমুদেজ এ কথাগুলো বলেছেন। এতে বলা হয়, বারমুদেজ এ সংক্রান্ত স্যাটেলাইটে পাওয়া ছবিগুলো পোস্ট করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটির ইউএস-কোরিয়া ইন্সটিটিউটের ‘৩৮ নর্থ’ বøগে। ততে দেখানো হয়েছে, উত্তর কোরিয়া সাবমেরিন চালিত ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত। তিনি বলেন, বাণিজ্যিক স্যাটেলাইটে স¤প্রতি পাওয়া কিছু ছবি দেখে এমন আশঙ্কার কথা বলা যায়। বলা যায়, উত্তর কোরিয়া সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা করছে। তিনি আরো বলেন, মায়াংডোতে নৌবাহিনীর শিপইয়ার্ড ও সাবমেরিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মতৎপরতা দেখা গেছে। এ থেকে বোঝা যায়, উত্তর কোরিয়া সমুদ্রে ধারাবাহিকভাবে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারে। তারা এ সংক্রান্ত প্রযুুক্তি আধুনিকায়ন করেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার হাতে সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর নাম পুকগুকসং-১। এটি ২০১৬ সালে প্রথমবার সফলভাবে পরীক্ষা করা হয়। এটি জাপানের দিকে ৫০০ কিলোমিটার দূরত্বে উড়ে গিয়েছিল। তখন বলা হয়েছিল, এটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত করা সম্ভব। অপর এক খবরে বলা হয়, ছবিগুলো প্রমাণ করে উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বাণিজ্যিক উপগ্রহ থেকে প্রাপ্ত এসব ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উত্তর কোরিয়া সমুদ্রভিত্তিক তাদের পারমাণবিক শক্তির কার্যক্রম বৃদ্ধি করেছে। জোসেফ বেরমুডেজ আরো বলেন, ছবিতে দেখা যাচ্ছে মায়াং-ডু নামক নৌবাহিনীর জাহাজ নির্মাণ ও ডুবোজাহাজ ঘাটিতে উত্তর কোরিয়া তাদের প্রস্তুতিমূলক কার্যক্রম বৃদ্ধি করেছে। যা থেকে বোঝা যায় তারা উচ্চ প্রযুক্তির পুকগুসসং-১ উৎক্ষেপণের জন্য তাদের সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন করছে। প্রসঙ্গত, গত জুলাই মাসে পিংইয়ং ফের দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় যা যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত করতে দাবি করে দেশটি। যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পেশ করে। গত ৫ আগস্ট সর্বসম্মতক্রমে সে প্রস্তাব পাস হয়। ধারণা করা হচ্ছে এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার রপ্তানি আয় তিন ভাগের এক ভাগে নামিয়ে আনবে। যুক্তরাষ্ট্রও আলাদাভাবে ইরান ও রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটি গুয়ামে হামলার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ