Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউবাকে কূটনীতিকদের ওপর হামলার তদন্ত করতে হবে : যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, তাদের কূটনীতিকদের ওপর চালানো হামলার তদন্ত অবশ্যই কিউবাকে করতে হবে। আপাতভাবে ধারণা করা হচ্ছে এসব কূটনীতিকের ওপর শ্রবণেন্দ্রীয় (সনিক) হামলা চালানো হয়েছে। এর ফলে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত শুক্রবার বলেন, হাভানায় মার্কিন মিশন কূটনীতিকদের ওপর হামলার নেপথ্যে কে রয়েছে তা শনাক্ত করতে পারেনি। তিনি এ হামলাকে স্বাস্থ্যের ওপর হামলা বলে বর্ণনা করেন। টিলারসন সতর্ক করে বলেন, যে কোন দেশকে তার নিজ দেশে অবস্থানরত কূটনীতিকের নিরাপত্তা দিতে হয়, এটি তার দায়িত্ব। সে হিসেবে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বও কিউবার ওপরই বর্তায়। আর হামলার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করার দায়িত্বও কিউবার। এটি কেবল আমাদের কূটনীতিকদের ক্ষেত্রেই নয়, অন্যান্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ