Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদুরো গণতন্ত্রে ফিরলে কথা বলতে রাজি ট্রাম্প

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। তবে শর্ত হিসেবে তিনি দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন। গত শুক্রবার হোয়াইট হাউস থেকে এ কথা জানিয়ে বলা হয়েছে, মাদুরো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলে প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে কথা বলবেন। এদিকে ভেনিজুয়েলায় সর্বময় ক্ষমতার অধিকারী নতুন একটি সাংবিধানিক পরিষদ গঠনের কারণে নিকোলাস মাদুরো ইতোমধ্যে বিশ্বব্যাপী কঠোরভাবে সমালোচিত হচ্ছেন। হোয়াইট হাউস জানায়, মাদুরো গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুরোধ জানিয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ