Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবিকতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

অবরুদ্ধ গাজা উপত্যকার মুক্তি চায় মানবাধিকার কমিশন

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গাজার বিপন্ন পরিস্থিতির কথা উল্লেখ করে, মানবিকতা রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি। আরব নিউজ জানিয়েছে, গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি গত শুক্রবার অবরুদ্ধ গাজার ২০ লাখ মানুষের বিদ্যুৎ, পানি সরবরাহ এবং চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত থাকার কথা তুলে ধরেন। হামাস, ইসরাইল এবং ফিলিস্তিনি নেতৃত্বকে অবরুদ্ধ গাজার মুক্তির জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসেবে ইসরাইলকে গাজার অধিবাসীদের সব ধরনের প্রয়োজন মেটানোর দায়িত্ব নিতে হবে। ফিলিস্তিনে ২০০৬ সালে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হওয়ার পরপরই গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে তেল আবিব। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ