মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০৯ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল দেশটির আলেকজান্দ্রিয়া শহরে এ ঘটনা ঘটে। কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিকের পোর্ট সৈয়দ থেকে আসা ট্রেনের মধ্যে খুরশিদ জেলায় এ সংঘর্ষ ঘটে।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট ৩৬ জন নিহত ও ১০৯ জন আহত হয়েছে। দেশটি প্রসিকিউটর জেনারেল নাবিল সাদিক এ ঘটনায় জরুরী তদন্তের নির্দেশ দিয়েছেন।
শহরটির পশ্চিমাঞ্চলীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান মোহাম্মদ আবু হোমস জানান, আহতদের সংখ্যা বেশি থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিসরের ট্রেন ব্যবস্থাপনার ত্রæটি দীর্ঘ দিনের। গতকালের এই দুর্ঘটনা সেটি আরেক দফা প্রমাণ করলো।
উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হন। ২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।