Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঙ্কানদের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : জয় তো দূরের কথা সফরকারী ভারতকে প্রথম দুই টেস্টে তো চ্যালেঞ্জই জানাতে পারল না শ্রীলঙ্কা। সাথে পিছু ছাড়ছে না চোট সমস্যা। দুইয়ে মিলে আজ থেকে শুরু হতে যাওয়া পাল্লেকেলে টেস্টে হারলেই ভারতের কাছে প্রথমবারের মত ধবলধোলাইয়ের লজ্জা পাবে লঙ্কারা। প্রথম দুই টেস্টেই রেকর্ড ব্যবধানে জেতে ভারত। চোট সমস্যায় লঙ্কান শিবিরটাই পরিণত হয়েছে এক মিনি হাসপাতালে। যার সর্বশেষ সংযোজন নুয়ান প্রদীপ ও রঙ্গনা হেরাথ। দলের প্রধান দুই বোলিং অস্ত্রই তারা। এর আগে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যাসলে গুনারতœ ও সুরঙ্গা লাকমলকে হারায় তারা। এই সুযোগে লঙ্কান দলে ডাক পেয়েছেন পেসার দুসমন্ত চামিরা ও লাহিরু গামেগা। গল টেস্টে খেললেও, কলম্বোর ম্যাচের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ