Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মুশফিকরা- বৃষ্টির দখলে তৃতীয় দিন

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : ক্রিকেটের সঙ্গে এমনিতেই বৈরী সম্পর্ক বৃষ্টির। তারমধ্যে বর্ষার এই মৌসুমে সাগর পাড়ের ক্রিকেট ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের তিন দিনের প্র্যাকটিস ম্যাচে বৃষ্টি হানা দেবে না তা কী করে হয়! নিয়ম মেনেই এই প্র্যাকটিস ম্যাচের তিন দিনই হানা দিল বৃষ্টি। প্রথম দু’দিন বৃষ্টির কারণে প্র্যাকটিস ম্যাচটি বিলম্বে শুরু হয়। দ্বিতীয় দিনের শেষ ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। কিন্তু গতকাল তৃতীয় দিনে খেলা মাঠে গড়াতে পারেনি এই বৃষ্টির কারণে। এরফলে ম্যাচটি ড্র হয়। তারপরও তিন দিনের এই প্র্যাকটিস ম্যাচ থেকে প্রাপ্তি হচ্ছে, মুমিনুলের রানে ফেরা এবং শফিউলের পাঁচ উইকেটের চমক। এছাড়াও রান পেয়েছেন নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত এবং তানভীর হায়দার।
তবে গতকাল ক্রিকেট খেলতে না পারলেও ফুটবল খেলে ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। বৃষ্টি বন্ধ হওয়ার পর দুপুর ২টা ১০ মিনিটে খেলা শুরু হয়। প্রতি টিমে নয়জন করে ১৮ ক্রিকেটার দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। ক্রিকেটারদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠেন কিউরেটর জাহেদ রেজা বাবুও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারির সামনের অংশে এই অনুশীলন চলে ৭০ মিনিট ধরে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে সাতদিনের কন্ডিশনিং ক্যাম্পের অংশ নিতে গত ৪ আগস্ট চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনুশীলন। ৮ আগস্ট একদিন বিশ্রামের পর ৯ আগস্ট থেকে শুরু হয় তিনদিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ দলের খেলোয়াড়রা দুইভাবে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ লাল দল প্রথমে ব্যাটিং করে ১৪০ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে তামিমের সবুজ দল করে ২৮৩ রান। প্রথম ইনিংসে ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মুশফিকের দল। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ২৪ রান। ফলে ১১৯ রানে পিছিয়ে ছিল মুশফিকরা। তাই বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হওয়ায় খুশিই হয়তো মুশফিকের লাল দল। চট্টগ্রাম পর্ব শেস করে গতকাল রাতেই ঢাকার বিমানে চড়েন মুশফিক, রিয়াদ, ইমরুল, সৌরভ, সৌম্য ও সোহান। আজ আসবে বাকি দল। চলবে অস্ট্রেলিয়াকে বরনের প্রস্তুতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ