Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করে বিক্রির ব্যাপক প্রস্তুতি

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা মোঃ আতিকুল্লাহ ঃ গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে আসন্ন ঈদুল আজহা (কোরবানি ঈদ)কে সামনে রেখে গ্রামঞ্চলের কৃষকরা এখন পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে গরু মোটা তাজা করনের জন্য। কৃষকের পাশাপাশি শিক্ষিত বেকার যুবক ও এসব কাজে বেশি করে মনোনিবেশ করছে। র্দীঘ কয়েক বছর গরু পালনের পর ঈদের ভাল আয় করা যায়। অনেকেই আবার যুব উন্নয়ন অধিদফতর থেকে গরু মোটা তাজাকরণের প্রশিক্ষন নিয়েছে। এতে করে বেকারদের কিছুটা আর্থিক সুবিধা হয়েছে। যতই সময় ঘনিয়ে আসছে ততই গরু মোটাতাজা করে ভাল দাম পাওয়ার জন্য গরুর পরিচর্যা নিয়ে গ্রাম বাংলার কৃষককুল ব্যস্ত হয়ে পড়েছে। গরুকে খড়,তাজাঘাস,খৈল ও ভূসি ছাড়াও খাওয়ানো হচ্ছে হরেক রকমের পুষ্টিকর খাবার। পশু ডাক্তারকে মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষা করানো হচ্ছে গরুর স্বাস্থ্য। কেউ কেউ আবার দ্রত গরু মোটাতাজা করার জন্য খাওয়ানো হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক দেশী-বিদেশী ওষুধ। তবে বর্তমানে গরুর খাবারের দাম অনেক বৃদ্ধির ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। খড়, খৈল ও ভুসির দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এত খরচ করে গরু পালনের হয়ন্ াবলেই চলে। এদিকে গ্রাঞ্চলের কিছু কিছু অশিক্ষিত হাতুরী ডাক্তার কৃষকের গরুদ্রæত মোটাতাজাকরনের লোভ দেখিয়ে ক্ষতিকারকদিয়ে গরুমোটা তাজাকরন করছে। ফলে কিছুদিন পরে গরু শুকিয়ে মরে যাচ্ছে। ইতিমধ্যেই গফরগাঁও সালটিয়া,কান্দিপাড়া, সহ বিভিন্ন হাট বাজারে কিছু কিছু কোরবানীর গরু উঠতে দেখা গেছে। গত কয়েক বছরের তুলনায় এবারে দাম অনেক বৃদ্ধি পাবে বলে গরুর মালিকরা মনে করছে। বিশেষ করে ভারতীয় গরু দেশে না আসার কারণে দেশীয় গরুর ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে গত বছরের তুলনায় এবারে গরুর দাম অনেক বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। দেশীয় গরু অনেক কমে গেছে। তার অন্যতম কারণ গরুর লালন-পালন করতে প্রচুর খরচ হয়ে থাকে। ফলে অনেকেই গরু পালন করেনা। এবারে গরুর দাম বৃদ্ধি পাবে বলে অনেকের পক্ষে একা কোরবানী হবে না বলে জানা গেছে। তবে আগামী ২০১৮-২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই আবার কোরবানীর সংখ্যা বৃদ্ধি করতে পারে বলে ধারনা করা হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে ভোটার ও আতœীয় স্বজনদের সাথে পারিবারিক সর্ম্পক উন্নতিকরণ। কেউ বা আবার দিন-মজুরদের মন আকর্ষন করার জন্য। পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মোঃ আজিজুর রহমান জানান , গরুর পরির্চযা করতে যে হাজার হাজার অর্থ ব্যয় হয়েছে। আশাকরি এবারের দাম গতবারের চেয়ে অনেকটা বাড়তে পারে বলে ধারণা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরবানি

৯ জুলাই, ২০২২
৯ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ