মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অনেকদিন ধরেই বোমা হামলা, অপহরণ আর গুপ্ত হামলার শিকার নাইজেরিয়া, যার বেশিরভাগই ঘটিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। চলতি বছর প্রতি মাসেই মাইদুগুরি বিশ্ববিদ্যালয় আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছে। তাই এ থেকে বাঁচতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর তা হলো ট্রেঞ্চ খনন। সাধারণত কোন সামরিক ঘাঁটির চারদিকে ট্রেঞ্চ বা পরিখার দেখা পাওয়া যায়। কিন্তু নাইজেরিয়ায় এই বিশ্ববিদ্যালয়টি এখন সেই ধরনের পরিখা তৈরি করতে বাধ্য হয়েছে। সমগ্র গ্রীষ্মকালে তারা মাটি খুঁড়ে ক্যাম্পাসের চারদিকে দুই মিটার গভীর পরিখা তৈরি করেছে। আর পরিখার মাটি জমিয়ে বিশ্ববিদ্যালয়ের চারদিকে দেয়ালে মতো উঁচু করা হয়েছে। ফলে খোলা মাঠ পেরিয়ে যে আত্মঘাতী বোমাবাজরা সাধারণত সেখানে হামলা করে, তারা এখন আর এই ট্রেঞ্চ বা পরিখা পার হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে
পারবে না। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।