Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো মন্তব্য করব না, দেখি কী হয় -অ্যাটর্নি জেনারেল

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আমি কোনো মন্তব্য করব না। দেখি কী হয়। গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের মামলার রায়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু রিভিউয়ের আদেশে সব বাতিল করে দেয়া হয়। সমস্ত আইন নতুন করে করতে বলা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত আজ যখন সকালে বসেছিল তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী, বারের সভাপতি-সম্পাদকও ছিলেন। তারা কতগুলো সংবাদপত্র নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়ে আইন করার প্রয়োজন আছে কি না- এর জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। বিচারপতিদের অপসারণে আইন তৈরি করা হবে কি না সেটা সংসদের ব্যাপার। দেখি কী হয়।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি অনভিপ্রেত। বিএনপি মাঠে রাজনীতি করতে পারছে না, এ কারণে এ রায় নিয়ে মাঠ গরম করতে চাচ্ছে। রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানে বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট বারের তৎপরতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাটর্নি জেনারেল

১৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ